ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মামুন মাহমুদকে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে।

কমিটিতে অন্যান্য দুই যুগ্ম আহ্বায়ক হলেন— মাসুকুল ইসলাম রাজীব এবং শরীফ আহমেদ টুটুল। এছাড়া, জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন। ২০২৩ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
 

মারিয়া

×