ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আওয়ামীলীগের লিফলেট বিতরণ আমার অধিকার বললেন শিক্ষা কর্মকর্তা

প্রকাশিত: ১৭:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামীলীগের লিফলেট বিতরণ আমার অধিকার বললেন শিক্ষা কর্মকর্তা

ছবিঃ সংগৃহীত

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া সাম্প্রতিক সময়ে অন্তবর্তী সরকারের পতনের পক্ষে লিফলেট বিতরণ করে বিতর্ক সৃষ্টি করেছেন। বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১ তম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া তার ফেসবুক প্রোফাইলে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন এবং এ বিষয়ে অন্তত ১৩টি সংবাদ শেয়ার করেন।

মুকিব মিয়া, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন, তার ফেসবুক প্রোফাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে "বিজয় আসবেই" লেখা একটি পোস্ট দেখা গেছে, যা তার শেখ হাসিনার প্রতি সমর্থনকে ইঙ্গিত করে।

তবে তিনি তার এ কাজের পক্ষে যুক্তি দিয়েছেন, এটি তার "অধিকার"। এই মন্তব্যের পর, প্রশ্ন উঠেছে শিক্ষাবিভাগের কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সীমা কতটুকু হওয়া উচিত এবং এটি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে কেমন প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্রঃ https://youtu.be/vu94GuJ7Jyw?si=xOtjk2rQHcyzUVPU

মারিয়া

×