ছবিঃ সংগৃহীত
নিউইয়র্কের মেঘলা আকাশের নিচে, এক সাংবাদিক প্রস্তুত হচ্ছিলেন বিশ্বের অন্যতম আলোচিত রাজনীতিক ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিতে। ক্যামেরার সামনে বসে থাকা ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল, তিনি নিজের পরিচিত ভঙ্গিতে আত্মবিশ্বাসী। তবে এক প্রশ্ন হঠাৎ তাকে কিছুটা অবাক করে দেয়। সাংবাদিক জানতে চান, "মি. প্রেসিডেন্ট, আপনি যে শার্ট আর টাই পরেছেন, জানেন কী এগুলো কোন দেশে তৈরি?"
ট্রাম্প মৃদু হাসি দিয়ে উত্তর দেন, "আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের।" এমন সময়, ট্রাম্পের পাশের সহকারী শার্টের ট্যাগ উল্টে দেখান, যেখানে লেখা ছিল "মেইড ইন বাংলাদেশ"। ট্রাম্পের চোখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। তিনি তখন বলেন, "ওহ, হতে পারে। তবে এটাই বিশ্বসেরা! বাংলাদেশ, দ্যাটস গুড, দিজ ইজ এ বিউটিফুল শার্ট।"
এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, এবং বাংলাদেশের পোশাক শিল্পের মান ও গুণগত মানের প্রতি ট্রাম্পের প্রশংসা বিশ্বব্যাপী সাড়া ফেলে।
মারিয়া