ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আখেরি মোনাজাত শেষে মৃত্যুঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মুসল্লিরা

প্রকাশিত: ১৫:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৫

আখেরি মোনাজাত শেষে মৃত্যুঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মুসল্লিরা

ছবিঃ সংগৃহীত

টঙ্গী ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেক মুসল্লি। ইজতেমা ময়দান এবং আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকলেও, অনেকেই ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করেছেন। কিছু মুসল্লি ট্রেনের ছাদে চড়ে, আবার কেউ আবার পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, কারণ গণপরিবহণ ছিল সীমিত।

ঘড়ির কাঁটায় ভোর ৬টা বাজতে না বাজতেই, আল্লাহর কাছে প্রার্থনা করতে ইজতেমা ময়দানে ছুটে যান অনেকে, শান্তি ও বরকত লাভের আশায়। পরে গণপরিবহণের অভাবে অনেকেই ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন তাদের বাড়ির উদ্দেশ্যে, যা অত্যন্ত বিপজ্জনক হলেও তারা বাধ্য হয়ে এই পথ বেছে নিচ্ছেন।

সরকারি নিয়ন্ত্রণের মধ্যে সড়কপথে যান চলাচল সীমিত হলেও, অনেকেই একে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়িয়েছেন, তাঁদের চোখে শুধু একটি উদ্দেশ্য – আল্লাহর দয়া ও রহমত লাভ।

তথ্যসূত্রঃ https://youtu.be/a5MlfSWMqqk?si=ZxPJqXpUMJvoIn3N

মারিয়া

×