ছবিঃ সংগৃহীত
উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মিরপুর রোডের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা শ্যামলীর শিশুমেলা মোড়ে অবস্থান নিলে মিরপুর রোড ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও এ বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর থেকেই তারা পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। পরে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সড়কে বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন এবং কেউ কেউ রাস্তায় বিছানা পেতে শুয়ে পড়েন।
আন্দোলনকারীদের নেতা বলেন, আজ সকালে বিদেশি চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বিদেশে পাঠানো হয়েছে, তাদের মতোই দেশের বাকি আহত ব্যক্তিদের অবস্থাও। তাই তাদেরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।
এর আগে, গত নভেম্বরে একই দাবিতে আহতরা সড়ক অবরোধ করেছিলেন। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস দেওয়া হলেও তারা অভিযোগ করেছেন, এখনো পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।
রিফাত