বিয়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন সারজিস আলম। ২ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিজের মতামত জানিয়ে তিনি বলেন, “এই সরকারে খুব ভালো ভালো মানুষ রয়েছেন, যারা ভালো মনের অধিকারী। তাঁরা হয় সবাইকে ভালো মনে করেছেন, নাহয় ভেবেছেন সবাই ভালো হয়ে যাবে। কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়।”
সারজিস আরও বলেন, যুগের পর যুগ ধরে গড়ে ওঠা সংস্কৃতি মানুষের রক্তে মিশে গেছে,জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গিয়েছে। সেগুলো সরিয়ে নতুন পরিবর্তিত সিস্টেম আনার জন্য কঠোরতা প্রয়োজন, যা বর্তমান সরকারে দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
তিনি বলেন, “যাঁরা বর্তমানে ক্ষমতায় আছেন, যে মন্ত্রণালয়ের হোক না কেনো, তারা এত রক্ত ,জীবন এর বিনিমিয়ে সৌভাগ্যক্রমে রকম একটা সুযোগ পেয়েছেন।
উপদেষ্টাদের প্রতি সারজিসের দাবি, “একবছরে বা যতটুকু সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখান”
দেশের উন্নয়নে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “আমার মতে, যদি ২৪-২৫টি মন্ত্রণালয়ের ২৪ জন উপদেষ্টার প্রত্যেকেই একটি করে জাতীয়ভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য।
এমনকি ভবিষ্যতে যদি খুনি হাসিনা আমাদের হত্যা করে, তাতেও আমাদের দুঃখ থাকবে না। অন্তত বলতে পারব যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২৪ জন উপদেষ্টা ২৪টি সংস্কার করেছিলেন, যা দেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।”
সূত্র: https://tinyurl.com/mr3j9r7t
আফরোজা