ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমায় মোনাজাতের সময় ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটাছুটি, আহত ৪১

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী।

প্রকাশিত: ১৪:২০, ২ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমায় মোনাজাতের সময় ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটাছুটি, আহত ৪১

ছবি: সংগৃহীত।

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত চলাকালে পৃথক দুটি ড্রোন দুর্ঘটনা শব্দ আতংকে ৪১ জন মুসল্লী আহত হয়েছেন। রোববার মোনাজাতের সময় একটি ড্রোন বিকট শব্দে আছড়ে পড়ে ইজতেমা ময়দানের বিদেশি কামরার টিনের চালায় উপর অপর ড্রোনটি দুর্ঘটনায় কবলিত হয় টঙ্গী মেডিকেল গেটের সামনে। বিকট শব্দের আওয়াজে বোমা আতংকে দৌড়ে নিরাপদ স্হনে ছুটতে গিয়ে মুসল্লীরা আহত হন।

টঙ্গী স্টেশনরোডের মেডিকেল গেটের সামনে ড্রোন দুর্ঘটনায় আহত হন ৪১ জন মুসল্লী। দ্বিকবিদিক ছুটাছুটি করতে গিয়ে ড্রেন ও রাস্তায় পড়ে গিয়ে আহতের ঘটনা ঘটে। টঙ্গী মেডিকেলে আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জনকণ্ঠে জানিয়েছেন। আহতরা হাত পা মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছেন। টঙ্গী হাসপাতালের সামনের ড্রোনটি আকাশে উড়াকালে খেলনা গ্যাস বেলুনের উপড় আছড়ে পড়লে গ্যাস বেলুনগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকলে চতুর্দিকে আতংক ছড়িয়ে পড়ে। নিরাপদ স্হানে দৌড়ে ছুটাছুটি করতে গিয়ে এরা আহত হন।

অপর ড্রোন দুর্ঘটনাটি ঘটে মোনাজাত চলাকালে ইজতেমা ময়দানে বিদেশী কামরার কাছে। এখনে আকাশে উড়া ড্রোনটি বিকট শব্দে বিদেশি কামরার টিনের চালায় পড়লে মুসল্লীরা মোনাজাত ফেলে দ্বিকবিদিক ছুটাছুটি করে মাঠ ছেড়ে দৌড়াতে থাকেন। মুসল্লীদের এমন দৌড়াদৌড়িতে উত্তরে চেরাগআলী দক্ষিণে টঙ্গী আবদুল্লাহপুর পূবে টঙ্গী রেলস্টেশন পশ্চিমে কামারপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ইজতেমা সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানের বিদেশী নিবাসের পূর্ব পাশে টিনের ছাউনির উপর ড্র্রোনটি আছড়ে পড়লে বিকট শব্দের ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাগুলোর দুটোই ছিল আখেরী মোনাজাত চলাকালে। এজতেমা মাঠের ড্রোনটি বিকট শব্দে আছড়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে এবং দৌড়াদৌড়ি শুরু হয়। এসময় বিকট শব্দেের আওয়াজে কেই কেউ বলতে থাকেন সাদ বাহিনী আসতেছে দৌড়ে পালাও। মোনাজাত শেষের দিকে কয়েক মিনিট আগে প্রায় একই সময়ে ড্রোন দুটির দুর্ঘটনা ঘটে।

ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি নিবাসের পূর্ব দিকে একটি টিনের ছাউনির উপর ড্রোনটি আছড়ে পড়ে। এতে টিনের উপর বিকট শব্দ সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে ওই স্থানে থাকা মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন। পরে উপস্থিত মুসল্লীরা  শব্দের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে ওই ড্রোনটির সন্ধান পান। মোনাজাতের পর ইজতেমার বয়ান মঞ্চ থেকে মুসল্লীদের আশ্বস্ত করে ঘোষণা করা হয় একটি ড্রোন ইজতেমা ময়দানের একটি টিনের ছাউনিতে আঁছড়ে পড়েছিল এতে ভয় বা আতঙ্কের কোন কারণ নেই।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ইজতেমা ময়দানের একটি টিনের ছাউনিতে আঁছড়ে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে।

নুসরাত

×