ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সাংবাদিকতায় গৌরবময় ট্র্যাব অ্যাওয়ার্ড জিতলেন যারা 

প্রকাশিত: ১৪:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিকতায় গৌরবময় ট্র্যাব অ্যাওয়ার্ড জিতলেন যারা 

অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড ২০২৪-এ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত হলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি।

ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৪ আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নূর উদ্দিন আহমদ এবং সাংবাদিক আশরাফ উদ্দিন।

৩৪তম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। 

অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ভূমিকা রাখায় সাংবাদিক ইলিয়াস হোসাইনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিস্টাল বল রুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।তবে দেশের বাইরে অবস্থান করায় ট্র্যাবের পুরস্কার নিতে সশরীরে উপস্থিত হতে পারেননি ইলিয়াস হোসাইন। ক্রেস্ট গ্রহণ করেন ইলিয়াস হোসাইনের ভাই আল আমিন হোসাইন।

 

সূত্র: https://tinyurl.com/ybx9f3f4 

 

আফরোজা

×