ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ভেলপুরি বিক্রেতা বন্ধুর জন্য কেন সাহায্য চাইলেন প্রেস সচিব!

প্রকাশিত: ১৩:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৫

ভেলপুরি বিক্রেতা বন্ধুর জন্য কেন সাহায্য চাইলেন প্রেস সচিব!

ভেলপুরি বিক্রেতা বন্ধুর সাথে প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় থাকেন। রবিবার (২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্ট দিয়ে তিনি এবার তার বন্ধুর জন্য সাহায্য চেয়েছেন। 

তিনি লিখেছেন, শাহীনবাগ থেকে চলে যাওয়ার সময় এক বন্ধুকে মিস করবো শরীফ ভাই। যিনি তার অসাধারণ ভেলপুরির জন্য বিখ্যাত। নাখালপাড়া, লুকাস মোড় ও তেজকুনিপাড়া থেকে মানুষ ছুটে আসতো তার তৈরি মচমচে ভেলপুরি আর টকের স্বাদ নিতে।

গত ১৪ বছর ধরে শাহীনবাগের প্রতিদিনের চেনা দৃশ্য ছিল তার মোবাইল দোকানের সামনে মানুষের ভিড়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই শরীফ ভাইয়ের দোকানে থেমে যাওয়া ছিল এখানকার মানুষের জন্য এক ধরনের রীতি। বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার পর জানতে পারি, তিনি বগুড়ার এক গ্রাম থেকে এসেছেন এবং সেখানে একটি বড় বাড়ি তৈরি করেছেন, যেখানে একদিন স্থায়ী হবেন।

কিন্তু এই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার শারীরিক সমস্যা। গত বছর হঠাৎ করেই শরীফ ভাই বুঝতে পারেন, তার দৃষ্টিশক্তি দ্রুত কমে যাচ্ছে। একবার অস্ত্রোপচার করালেও তাতে কোনো উন্নতি হয়নি। এখন তার উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে আরও একটি ব্যয়বহুল অপারেশন প্রয়োজন। 
 
শরীফ ভাই শুধু একজন ভেলপুরি বিক্রেতা নন, তিনি শাহীনবাগের জীবনের অংশ। যদি কেউ সাহায্য করতে পারেন, তবে দয়া করে এগিয়ে আসুন। তার মতো একজন পরিশ্রমী মানুষ যাতে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

রিফাত

আরো পড়ুন  

×