ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

৭৬ দেশের ৩০০০ এর বেশি বিদেশি নাগরিক বিশ্ব ইজতেমায়

প্রকাশিত: ১৩:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

৭৬ দেশের ৩০০০ এর বেশি বিদেশি নাগরিক বিশ্ব ইজতেমায়

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যেখানে বিশ্বের ৭৬টি দেশ থেকে ৩,০০০-এর বেশি বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। এবারের আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং খ্যাতিমান আলিমদের দেওয়া ধর্মীয় বয়ান শুনে মুগ্ধ হয়েছেন।


লাখো বাংলাদেশি মুসল্লির সঙ্গে এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরা। ইজতেমার মূল আকর্ষণ আখেরি মোনাজাতে তারা বিশেষভাবে অংশ নেন এবং পরবর্তীতে দ্বীনের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বের হবেন।

বিদেশি মুসল্লিদের জন্য আলাদা ছয়টি তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি মুসল্লিরা জানিয়েছেন, সার্বিক ব্যবস্থাপনা তাদের সন্তুষ্ট করেছে এবং নিরাপত্তা নিয়ে তারা কোনো ধরনের শঙ্কা অনুভব করেননি।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও থাকবে আন্তর্জাতিক অংশগ্রহণ।বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্বে ৭৬টি দেশের ৩,০০০-এর বেশি বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশে এসেছেন ভ্রমণ ভিসায়। দ্বিতীয় পর্বেও উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে।

আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশাবাদী। বিশ্ব ইজতেমা শুধুমাত্র ধর্মীয় গঠনমূলক দিক থেকে নয়, আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠছে।

সূত্র: https://tinyurl.com/53jmrxe8  

 

আফরোজা

আরো পড়ুন  

×