যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তিনি রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন ছয়টি খাল সংস্কারের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
তিনি জানান, ঢাকায় জলাবদ্ধতা কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে ব্লু নেটওয়ার্কের মাধ্যমে। তিনি বলেন, ‘‘যদি আমরা খালগুলো সংরক্ষণ করতে পারি, তাহলে ঢাকা শহরের চিত্র অনেকটা পরিবর্তিত হতে পারে। তবে, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এমন দ্রুত সময়ে সমাধান করা সম্ভব নয়।’’
সজীব আরও বলেন, ‘‘আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, যাতে সমস্যাগুলোর কিছুটা সমাধান করা যায়।’’ তিনি ঢাকা শহরের উন্নয়ন প্রসঙ্গে ঢাকা নর্থ মডেল পরিকল্পনার কথা উল্লেখ করেন, যা ভবিষ্যতে শহরের জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আশিক