ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরজে কিবরিয়ার চমৎকার উদ্যোগ

প্রকাশিত: ১১:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরজে কিবরিয়ার চমৎকার উদ্যোগ

ছবি: সংগৃহীত

শহরের আধুনিক সুবিধা পাওয়া স্কুলের মেধাবী ছাত্রদের সঙ্গে গ্রামের একেবারে সুবিধা বঞ্চিত ছাত্রদের কানেক্ট করতে চায় আরজে কিবরিয়া।

জনপ্রিয় নাম আরজে কিবরিয়া। শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি, আর চমৎকার উপস্থাপনের কারণে অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে এমন একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। 

তার পোস্টে স্কুল কর্তৃপক্ষ যারা এই সেবা দিতে চান বা নিতে চান দুই পক্ষকে উৎসাহিত করেছেন তিনি।
একই সাথে সেখানে নিজের ইমেইল এড্রেসটি সংযুক্ত করে দিয়েছেন। 

তার ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আমার বহুদিনের ইচ্ছা আমি শহরের আধুনিক সুবিধা পাওয়া স্কুলের মেধাবী ছাত্রদের গ্রামের একেবারে সুবিধাবঞ্চিত ছাত্রদের সাথে কানেক্ট করবো ! সাথে থাকবে আমার প্রতিষ্ঠান সকা' র পক্ষ থেকে ছোট খাটো স্কলারশিপ । এই স্ট্যাটাস টা একটা খোলা চিঠি সবার জন্য । স্কুল কর্তিপক্ষ যারা এই সেবা দিতে চান এবং নিতে চান দুই পক্ষই আমাকে মেইল করতে পারেন । আল্লাহর নামে শুরু করলাম ।' 

সেখানে সংযুক্ত করেছেন নিজের ইমেইল এড্রেস। মেইল এড্রেসঃ [email protected]

প্রসঙ্গত, আরজে কিবরিয়ার পুরো নাম মো. গোলাম কিবরিয়া সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে রেডিও জকি (আরজে) হিসেবে কর্মজীবন শুরু করেন। টানা ১৬ বছর রেডিওতে কাজ করেছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে।

শিলা ইসলাম

×