ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এমন একটি ফটো কার্ড আপলোড করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এখনো সময় আছে জেগে উঠুন এমন একটি ক্যাপশনে আপলোড করেন এই ফটোকার্ডটি।
জুলাই গণহত্যার এক ইতিবাচক শক্তি ইলিয়াস হোসাইন। শুরু থেকে সে ভয়াবহ গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে 'রাষ্ট্রীয় বাহিনীর মদদে নৃশংস জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি' শীর্ষক একটি ফটোকার্ড আপলোড করেন।
সেখানে ক্যাপশনে যুক্ত করেন, পুলিশের উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া হত্যা মামলার আসামী ধরা যাচ্ছে না আবার ক্যান্টনম্যান্টের আদেশ ছাড়া পুলিশের উর্ধতন কতৃপক্ষ অনুমতি দিতে পারছেন না! এভাবেই জুলাই বিপ্লবে শহীদদের রক্তের সাথে রসিকতা চলছে৷ এখনও সময় আছে জেগে উঠুন৷
মুহূর্তের মধ্যেই শেয়ার করা পোস্টটি আলোচিত হয়ে যায়। বিভিন্ন রকমের সমর্থনমূলক কমেন্ট দেখা যায়।
এখানে একজন কমেন্ট করেছেন, সত্য ন্যায়ের পক্ষে একমাত্র সাংবাদিক ইলিয়াস ভাই।
অন্য একজন কমেন্টধারি কমেন্টে লিখেছেন, অবশ্যই সকল অপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে ইন শা আল্লাহ যেই দলেরই হোক না কেন।
শিলা ইসলাম