ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নির্বাচনে প্রার্থী মনোনয়নে ১০ শতাংশ ’তরুণ কোটা’ সুপারিশ

প্রকাশিত: ১০:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনে প্রার্থী মনোনয়নে ১০ শতাংশ ’তরুণ কোটা’ সুপারিশ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রস্তাব অনুযায়ী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং শারীরিক প্রতিবন্ধীদের পাশাপাশি তরুণদের জন্যও ১০ শতাংশ কোটা নির্ধারণ করা উচিত।

একই সঙ্গে, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় শর্ত শিথিলের সুপারিশ করা হয়েছে। বর্তমানে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতি এবং এ ক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে এই সম্মতির ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে

জানা গিয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে ১৫০টি সুপারিশ পেশ করেছে, যার মধ্যে এই দুটি প্রস্তাব অন্যতম।

এম.কে

সম্পর্কিত বিষয়:

×