ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী

প্রকাশিত: ১০:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী

ছবি সংগৃহীত

শহীদ আবু সাঈদের নামে কোচিং সেন্টার খোলার অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একদল নেতাকর্মী। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরের শাপলা মোড়ের বাসা থেকে হাসান আলী নামেরে এক শিক্ষার্থীকে আটক করা হয়।

হাসান আলী রংপুর মডেল কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে কোতোয়ালি থানার হাজতে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষক রফিক আহমেদ রাজ সম্প্রতি ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে রংপুর নগরের শাপলা মোড়ে ‘শহীদ আবু সাঈদ কোচিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। অভিযোগ উঠেছে, শিক্ষার্থী হাসান আলী ওই কোচিং সেন্টারের জন্য একটি ফেসবুক পেজ খুলে দিয়েছেন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের কয়েকজন নেতাকর্মী শাপলা মোড়ে হাসান আলীর ভাড়া বাসায় যান। সেখানে বাকবিতণ্ডার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কোতোয়ালি থানায় হাসান আলীকে আটক করা হলে তার স্ত্রী শারমিন খাতুন থানার সামনে অবস্থান নেন। তিনি বলেন, “আমার স্বামী শুধু শিক্ষক রফিক আহমেদের অনুরোধে ফেসবুক পেজ খুলে দিয়েছিলেন। কিন্তু কিছু ছাত্র নেতার ধারণা, আমরা লাখ লাখ টাকা আয় করছি। এজন্য তাকে অন্যায়ভাবে থানায় নেওয়া হয়েছে।”

এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, “শহীদ আবু সাঈদের নাম ব্যবহার করে কেউ ব্যবসা করলে আমরা তার বিরোধী। তবে এখানে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ঘটনাটি অতিরঞ্জিত হয়ে থাকতে পারে।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “নিরাপত্তার স্বার্থে হাসান আলীকে থানায় আনা হয়েছে। ছাত্ররা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাই পরিস্থিতি সামাল দিতে তাকে আটক রাখা হয়েছে।”

আশিক

×