ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সরকারকে চাপে রাখলেই জনপ্রিয় হওয়া যায়, এটা খুবই সস্তা রাজনীতি:শফিকুল আলম

প্রকাশিত: ০৮:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

সরকারকে চাপে রাখলেই জনপ্রিয় হওয়া যায়, এটা খুবই সস্তা রাজনীতি:শফিকুল আলম

বড় রাজনৈতিক দলগুলো মনে করে, সরকারকে চাপে রাখলেই তারা জনপ্রিয় হবে- এক টকশোতে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, "আমি তো মনে করি আমার হানিমুন পিরিয়ড শুরু হল। গভর্নমেন্টকে চাপে রাখলেই জনপ্রিয় হওয়া যায়, এটা খুবই সস্তা রাজনীতি।"

তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও পরিস্থিতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। "একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে কাজ করে এবং বাস্তবতাকে ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু দল পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, যা জনসাধারণের স্বার্থের বিপরীত।"

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, "আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি এবং প্রতি মাসে ছিনতাই, চুরি, ডাকাতির পরিমাণ বিশ্লেষণ করছি। স্ট্যাটিসটিক্সই বাস্তবতা তুলে ধরে।"

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আপনারা কীসের ভিত্তিতে বলছেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে? যদি কোনো নির্দিষ্ট এলাকায় একটি ছিনতাই হয়, সেটি দিয়ে কি গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিচার করা যায়?"

তিনি আরও বলেন, "কিছু কিছু ক্ষেত্রে ছিনতাইয়ের হার বেড়েছে, তবে আমরা তা স্বীকার করছি এবং প্রতিরোধের উদ্যোগ নিচ্ছি। তবে, খুনের সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।"

অর্থনীতির বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "আমরা যে অর্থনীতি পেয়েছি, তা অত্যন্ত সংকটাপন্ন ছিল। বিভিন্ন খাতে বিশাল অঙ্কের বকেয়া ছিল, যা আমাদের পরিশোধ করতে হয়েছে।"

তিনি জানান, সরকারের দায়িত্ব নেওয়ার পর ক্যাবিনেট মিটিংয়ে প্রতিনিয়ত অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, "একজন বলছেন, আজ ফার্টিলাইজারের টাকা দিতে হবে, আরেকজন বলছেন, বীজের টাকা দিতে হবে। অন্যদিকে কাতার গ্যাস বলছে, এক বিলিয়ন ডলার না দিলে এলপিজি বন্ধ করে দেবে। আদানি বলছে, পাওয়ার সাপ্লাই বন্ধ করবে। এই অবস্থায় আমরা সরকার চালাচ্ছি।"

তিনি আরও বলেন, "স্বৈরাচার সরকারের রেখে যাওয়া ৪.৫ মিলিয়ন ডলারের বকেয়া আমাদের পরিশোধ করতে হয়েছে। তবুও আমরা মুদ্রাস্ফীতি কমিয়ে এনেছি, রিজার্ভ বাড়িয়েছি। অথচ বিরোধী দলগুলো একবারও স্বীকার করতে চায় না যে, আমরা কী 

শফিকুল আলম জানান, "দেশজুড়ে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ৬৪ জেলায় মেয়েদের ফুটবল অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে।"


রাজনৈতিক দলের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, "কিছু রাজনৈতিক দল মনে করছে, সরকারকে চাপে রাখলেই জনপ্রিয় হওয়া যায়। কিন্তু বাস্তবে এটি সস্তা রাজনীতি ছাড়া কিছু নয়।"

তিনি বলেন, "সরকার জনসেবায় নিয়োজিত, অথচ রাজনৈতিক দলগুলোর একমাত্র লক্ষ্য সরকারকে ব্যর্থ প্রমাণ করা। তারা অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা ও মূল্যস্ফীতির মতো বিষয়গুলোকে ভুলভাবে উপস্থাপন করছে, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়।"

প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী, সরকার দেশের সামগ্রিক উন্নয়নে নিবেদিত রয়েছে এবং পরিসংখ্যানের ভিত্তিতে বাস্তবতা তুলে ধরছে। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর উচিত জনস্বার্থে কাজ করা, শুধুমাত্র সরকারকে চাপে ফেলার জন্য নেতিবাচক প্রচারণা চালানো নয়। 

সূত্র:https://tinyurl.com/44cdjbw6 

আফরোজা

×