ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

তৌহিদুল ইস্যুতে সবাইকে ধৈর্য্য ধারণের পরামর্শ সাবেক সেনা কর্মকর্তার

প্রকাশিত: ০০:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

তৌহিদুল ইস্যুতে সবাইকে ধৈর্য্য ধারণের পরামর্শ সাবেক সেনা কর্মকর্তার

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান এক ফেসবুকে পোস্টে তৌহিদুল ইসলাম হত্যা ইস্যুতে সকলকে ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন।

তিনি লেখেন, “এই দুঃখজনক ঘটনার সাথে জাতীয় রাজনীতির কোন সম্পর্ক নেই বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যৌথবাহিনী/সেনাবাহিনীর দায়বদ্ধতা রয়েছে। সেনাবাহিনীতে এমন ঘটনা ঘটলে যথাযথ তদন্ত করা হয় এবং অভিযুক্তদের সামরিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমি আমার চাকরি জীবনে এ ধরনের ঘটনা দেখেছি এবং সেনাবাহিনীকে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখেছি। আমি মনে করি, এটি হয়তো পারিবারিক বা প্রতিবেশী সম্পর্কিত একটি বিষয়, যেখানে যৌথবাহিনীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এতে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেননি।”

তৌহিদুল ইসলামের মৃত্যুতে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তৌহিদুল ইসলামের প্রতি অমানবিক নির্যাতন হয়েছে, যা একজন প্রাক্তন সেনাসদস্য হিসেবে আমাকে ব্যথিত করেছে। আমি এর কঠোর নিন্দা জানাই।”

অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন ও নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করা হয়।

এম.কে.

×