ছবিঃ সংগৃহীত
সম্প্রতি, রুমিন ফারহানার হাতে লাল সুতা ও লাল টিপ পরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন লাল টিপ ও লাল সুতো পরা হয় এবং এর প্রকৃত উদ্দেশ্য কী? তাদের মধ্যে অনেকের ধারণা, এসব পোশাক বা অলঙ্কার নির্দিষ্ট কোনো ধর্মীয় বা সামাজিক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে রুমিন ফারহানা নিজেই এ বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন।
তিনি বলেন, “ধর্ম, বর্ণ বা মতাদর্শ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের দেশে বর্তমানে একটি 'ট্যাগিং কালচার' তৈরি হয়েছে, যেখানে কেউ কোনো পোশাক পরলে তাকে সেই মতাদর্শ বা বিশ্বাসের সঙ্গে জড়িত হিসেবে দেখা হয়। কিন্তু পোশাক কখনোই কোনো মতাদর্শ বা বিশ্বাসকে নির্দেশ করে না। পোশাক হলো ব্যক্তিগত পছন্দ ও অভিরুচির ব্যাপার। আমি যদি মনে করি যে, এই সাজে আমাকে ভালো লাগছে, তাহলে সেটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমার স্বাধীনতা, এবং অন্যদের উচিত আমার পছন্দে হস্তক্ষেপ না করা।”
রুমিনের বক্তব্যে একটি শক্তিশালী বার্তা রয়েছে, যেখানে ব্যক্তি স্বাধীনতা ও নিজস্ব পছন্দের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি আমাদের সমাজে আরও বৈচিত্র্যময় এবং মুক্ত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রেরণা দেয়।
মারিয়া