ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

এখন মুজিব কোট পাগলেও নেয়না: নুরুল হক নুর

সোনারগাঁও সংবাদদাতা

প্রকাশিত: ২১:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

এখন মুজিব কোট পাগলেও নেয়না: নুরুল হক নুর

ছবি : সংগৃহীত

আমি দুই বছর আগেই বলেছিলাম, এমন পরিস্থিতি আসবে গুলিস্তানে মুজিব কোট কেনার লোক পাওয়া যাবেনা। এখন মুজিব কোট পাগলেও নেয়না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, এ দেশের মানুষ বার বার রাজনীতি দ্বারা প্রতারিত হয়েছে।  ঝুঁকি নিয়ে প্রিজন ভ্যান থেকে আন্দোলনের ডাক দিয়েছিলাম। আওয়ামী বিরোধী রাজনীতি করার কারণে অনেকেই গুম, খুন, হামলা, মামলা ও জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত ও নতুন নেতৃত্বকে বরণ করতে চায়। নতুন নেতৃত্ব আসলে এ দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত আর কোনো দানবের সৃষ্টি হবেনা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুর।  

আজ বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সোনারগাঁ উপজেলায় নদী তীর দখল, মহাসড়ক দখল, চাঁদাবাজী ও দখলবাজী যারা করছেন তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় র্নিবাহী কমিটির সহ-সভাপতি ফারুক হাসান, ওয়াহিদুর রহমান মিল্কি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাউছার আহম্মেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় র্নিবাহী কমিটির উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ সহ প্রমুখ।
 

শাহ জালাল/মো. মহিউদ্দিন

×