ছবি: সংগৃহীত।
ভারতের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি বাংলাদেশের শ্রদ্ধাবোধ বজায় থাকবে, এমনটা আশা করেছে ভারত। গত শুক্রবার (৩১ জানুয়ারি) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
এদিকে, চলতি মাসের মাঝামাঝি সময়ে নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, "আমরা আশা করি, বাংলাদেশের পক্ষ থেকে পারস্পরিক সব চুক্তির প্রতি শ্রদ্ধা থাকবে, কারণ এই চুক্তিগুলো দুই দেশের সম্পর্কের ভিত্তি। প্রকৃতপক্ষে, এই চুক্তিগুলি সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই সেগুলোর সম্মান রক্ষা করা প্রয়োজন।"
সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তির অসমতা তুলে ধরেন। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আসন্ন ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করা হবে।"
এছাড়া, পাকিস্তানের সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রণধীর বলেন, "আমরা আমাদের আশেপাশের সব বিষয় নিয়েই সজাগ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।"
নুসরাত