ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

৮৬ হাজার টাকায় বিক্রি হবে ভাইরাল সেই মাফলার

প্রকাশিত: ২০:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

৮৬ হাজার টাকায় বিক্রি হবে ভাইরাল সেই মাফলার

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শফিকুল আলমের মাফলারটি এবার বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। প্রধান উপদেষ্টা শফিকুল আলম শনিবার (০১ ফেব্রুয়ারি) তার ফেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে জানান, ওই মাফলারটির দাম ৮৬ হাজার ৬০০ টাকা।

এটি 'অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন'-এ দান করার মাধ্যমে যে কেউ এটি কিনতে পারবেন। তিনি আরো বলেন, যদি আওয়ামী লীগের কোনো সমর্থক মাফলারটি কিনতে চান, তাহলে তাদেরকে অবশ্যই ৮৬ হাজার ৬০০ ডলার পরিশোধ করতে হবে। ক্রেতার পরিচয় গোপন থাকবে এবং মাফলারটি দুইবার ধোয়ার পর তাকে প্রদান করা হবে।

এটি পূর্বে একটি ছবি শেয়ার করার মাধ্যমে ভাইরাল হয়, যেখানে প্রেস সচিবকে ওই মাফলার পরিধানে দেখা যায়। অনেকেই দাবি করেন, মাফলারটি বারবেরি ব্র্যান্ডের এবং এর দাম ৮৬ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, কিছু ব্যবহারকারী অভিযোগ করেন যে, তিনি হয়তো সরকারী অর্থে মাফলারটি কিনেছেন। এ বিষয়ে কিছু পোস্ট নিজে শেয়ার করেছেন প্রেস সচিব। এক পোস্টে তিনি লেখেন, "যদি কেউ আমার ব্যবহৃত মাফলারটির জন্য ৬০০ টাকা দেয়, তবে আমি খুবই খুশি হবো। এতে আমি বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারব।"

এ ঘটনা বিভিন্ন মতামত এবং আলোচনা সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সূত্র: https://www.youtube.com/watch?v=95FdD5yGtG0

নুসরাত

×