ছবি : সংগৃহীত
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আগের মতো এবারও এই ব্যতিক্রমী গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোহরে ফাতেমি অনুসারে কনেদের মোহর নির্ধারণ করা হয়। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা যোহাইরুল হাসান এ বিয়ে পড়ান।
এর আগে, শনিবার বাদ জোহর পর্যন্ত বর ও কনে পক্ষের তালিকা সংগ্রহ করা হয়। বাদ আসর বিয়ের খুতবা পাঠ করার পর অভিভাবকদের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করা হয়।
বিয়ের পর নবদম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয় এবং মাগরিবের নামাজের আগে নবদম্পতিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশ্ব ইজতেমার এই ব্যতিক্রমী গণবিয়ে অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুসারে সহজ ও ব্যয়বিহীন বিবাহের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
মো. মহিউদ্দিন