ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ইজিবাইক শোরুমে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার, যশোর

প্রকাশিত: ১৯:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫

ইজিবাইক শোরুমে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

ছবিঃ সংগৃহীত

যশোর শহরের উপশহরে গোল্ডেন বাইক শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। শো-রুমের তালা কেটে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার দিবাগত গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাত দল শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং ১৫০ পিস ব্যাটারি ও অন্যান্য মালামালসহ মোট ২৫ লাখ টাকার সমান মালামাল নিয়ে যায়।

শোরুমের মালিক আবুল কাশেম জানান, রাতে নৈশ প্রহরির ফোন পেয়ে তিনি শোরুমে আসেন এবং পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, "এখন মামলা প্রস্তুতির কাজ চলছে।"

এদিকে, ডাকাতির খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। তিনি পরিদর্শন শেষে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই ইসারত ও দুই কনস্টেবলকে দায়িত্ব অবহেলার কারণে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

কোতয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশ টিম কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।"

অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী জানান, "পুলিশ দ্রুতই ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করবে। তিনি আরও বলেন, 'দায়িত্ব অবহেলার কারণে নয়; এটি রুটিন কাজের অংশ হিসেবে উপশহর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।'"
 

মারিয়া

×