ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

এ বছরেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা

প্রকাশিত: ১৮:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

এ বছরেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা

ছবি : সংগৃহীত

চলতি বছরের মধ্যেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান, ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করতে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম স্বচ্ছ ও জনসাধারণের জন্য উপকারী হতে হবে। গবেষণাগুলো কোথায় প্রকাশিত হচ্ছে এবং তার ফলাফল কীভাবে ব্যবহার হচ্ছে, তা জনগণকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়গুলো ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণায় সহযোগিতা করতে পারে, তবে এতে স্বার্থসংঘাত এড়াতে হবে বলে মত দেন তিনি। তিনি প্রস্তাব করেন, গবেষণার জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে সাবেক শিক্ষার্থী ও জনগণের অনুদানের ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে।

তিনি আরও জানান, দেশের ওষুধ প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ ওষুধ উৎপাদন করে, একই পরিমাণ ওষুধ বিদেশ থেকেও আমদানি করতে হয়। এ বিষয়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্যান্সার রোগীদের চিকিৎসা আরও উন্নত ও সহজলভ্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মো. মহিউদ্দিন

×