ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে ভুয়া ভিডিও প্রচার

প্রকাশিত: ১৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে ভুয়া ভিডিও প্রচার

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এটি প্রকৃতপক্ষে সারজিস আলমের বিয়ের ভিডিও নয়, বরং অন্য এক দম্পতির বিয়ের ভিডিও।

গত ৩১ জানুয়ারি থেকে বিভিন্ন গণমাধ্যমে সারজিস আলমের বিয়ের খবর প্রকাশ পায়। কিছু সূত্রে তার স্ত্রীর নাম রাইতা বলা হলেও তার কোনো ছবি প্রকাশ করা হয়নি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা দাবি করা হয়েছিল সারজিস আলমের বিয়ের দৃশ্য হিসেবে।

তদন্তে জানা যায়, আলোচিত ভিডিওটি তাসমিয়া তাবাসসুম মম এবং রাগিব নূর নামের এক দম্পতির বিয়ের ভিডিও। ভিডিওটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে Momottm নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ১৫ আগস্ট প্রকাশিত ‘Sarjis Alam’s wedding: Clearing the misconceptions.’ শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এতে মম নিজেই জানান, ভিডিওতে থাকা কনে সাজের নারী তিনি হলেও, বর সারজিস আলম নন।

এরপর, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মমের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় এবং তার পুরো নাম (Tasmia Tabassum Momo) শনাক্ত করা হয়। এরপর তার ফেসবুক আইডি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০২২ সালের ২৯ আগস্ট তিনি রাগিব নূরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন এবং বিয়ের ছবি প্রকাশ করেন। ওই ছবিতে তাদের পরিহিত পোশাক আলোচিত ভিডিওর পোশাকের সঙ্গে হুবহু মিল রয়েছে।

এছাড়া, ‘Checkmate’ লোগোর সূত্র ধরে Checkmate Events নামক পেজের ২০২৩ সালের ১৯ জানুয়ারির একটি পোস্টে মম ও রাগিবের বিয়ের ছবি পাওয়া যায়, যা আরও নিশ্চিত করে যে ভিডিওটি তাদের বিয়ের।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে একই ধরনের বিভ্রান্তিকর দাবি ইন্টারনেটে ছড়ানো হয়েছিল। তখনও রিউমর স্ক্যানার টিম তদন্ত করে দাবি মিথ্যা প্রমাণ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।

সাধারণ জনগণকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য এবং বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার জন্য।

 

সূত্র: রিউমর স্ক্যানার

মো. মহিউদ্দিন

×