ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মো. হালিম (২৯) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. হালিম ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নিয়ত আলী মোড়লের ছেলে। তিনি ২০২১ সালে একটি হত্যা মামলায় আসামি হয়েছিলেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, মো. হালিম হার্টের রোগী ছিলেন এবং তাকে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে রাতে তিনি মারা যান।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হালিম অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি হার্টের রোগী ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হালিম ২০২১ সালের একটি হত্যা মামলায় আসামি হন এবং ২০২১ সালের ১ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তিনি কারাগারে পাঠানো হয়।

মারিয়া

×