ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ইজতেমাকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে মোনাজাতে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ইজতেমাগামী সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর এসব সড়কে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইজতেমায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার বিষয় নেই। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন। বিশেষ করে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার হাজারো মানুষ মোনাজাতে শরিক হতে ইজতেমা ময়দানে ছুটে আসবেন।
মো. মহিউদ্দিন