ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। ২৫ জানুয়ারি ঘটে এই হামলায় তিনজন আহত হন, এর মধ্যে দুই সমন্বয়ক এবং কয়েকজন সাংবাদিকও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা তাদের আটক করার সময় এবং সোহাগ নামক এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করলেই হামলা চালানো হয়। সোহাগ, যিনি জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলেন, তাকে আটক করার সময় এই সহিংসতা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
তথ্যসূত্রঃ https://bn.bd24report.com/22368?
মারিয়া