ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আখিরুল আজিম আলো (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা ডিবি পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


স্থানীয়রা জানান, স্ত্রী নাসিমা খাতুন রিয়া কর্তৃক দায়ের করা যৌতুক মামলায় আদালত আখিরুল আজিম আলোকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আখিরুল আজিম আলো ২০১৭ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনে আদালত থেকে দেড় বছরের কারাদণ্ডের রায় পান। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।


 

মারিয়া

×