ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বিএনপির সঙ্গে জামায়াতকেও কড়া হুঁশিয়ারি শিবির নেতার

প্রকাশিত: ১৭:২২, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির সঙ্গে জামায়াতকেও কড়া হুঁশিয়ারি শিবির নেতার

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম শহরে একটি গণমিছিল আয়োজন করেছে। মিছিলটি পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবি নিয়ে ছিল। মিছিলটি জুমার নামাজের পর শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিএনপি ও জামায়াতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ছাত্রশিবির কখনোই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে ভয় পায়নি এবং ভবিষ্যতেও ভীত হবে না। তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের পক্ষে তাদের পক্ষ থেকে কোন সুপারিশ করা হবে না।

তিনি বলেন, "আমরা নমনীয়তা আশা করি না। আপনারা বর্তমান সরকারকে নির্বাচনের সরকার বলে পরিচিতি দিয়েছেন, কিন্তু আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।"

তথ্যসূত্রঃ ফেস দ্য পিপল

 

মারিয়া

×