ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর বাধা উপেক্ষা করে অবশেষে ফেনী জেলার পরশুরাম উপজেলায় বল্লামুখা খালের বাঁধ পুনঃনির্মাণ কাজ অব্যাহত রয়েছে। ২০১৪ সালের ভয়াবহ বন্যায় শূন্যরেখায় বিএসএফ কর্তৃক বাঁধের ভারতীয় অংশ কেটে দেওয়ার পর ফেনীসহ পার্শ্ববর্তী জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এরপর পানি উন্নয়ন বোর্ড পাঁচ মাস পর বাংলাদেশ অংশের বাঁধ সংস্কার শুরু করে।
তবে সম্প্রতি, বাংলাদেশে পুনঃনির্মাণ কাজ শুরু হওয়ায় বিএসএফ বাধা সৃষ্টি করে এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি দেয়। এলাকাবাসী অভিযোগ করেন, চলতি সপ্তাহে কাজে বাধা দেয় বিএসএফ। যদিও তাৎক্ষণিক বিজেপি হস্তক্ষেপে কাজ চলমান রয়েছে।বিজিবি বলছে,খুব দ্রুত ভাবে কাজ চালিয়ে যেতে।
এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলছে,“বিএসএফ আমাদেরকে হুমকি দিচ্ছে। অস্ত্রের ভয় দেখাচ্ছে। আমাদেরকে প্রতিনিয়ত আমাদের কাজে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যেখানে একশ পেরিয়ে নির্মাণ।”
এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সঠিক সময়ে বাঁধের সংস্কার কাজ শেষ হবে। আর আন্তর্জাতিকভাবে কোনও বিরোধ যেন না হয় সেজন্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী, মো. আখতার হোসেন মজুমদার বলেন,বল্লামুখা খালের বাঁধ বিদ্যমান আছে। সেটা কিছুটা নো ম্যানস ল্যান্ড এর মধ্যে আছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে আগাম ব্যবস্থা হিসাবে বিজিবি,এ ছাড়াও কুমিল্লা সেক্টর এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত বছরের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে ব্যয় হবে ২০ কোটি ৬৮ লক্ষ টাকা।
সূত্র:https://tinyurl.com/mme5y2sc
আফরোজা