ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সংস্কার না নির্বাচন? কি ভাবছেন রুমিন ফারহানা?

প্রকাশিত: ১২:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৫

সংস্কার না নির্বাচন? কি ভাবছেন রুমিন ফারহানা?

এক টকশোতে উপস্থাপকের প্রশ্ন “রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে রুমিন ফারহানার পর্যবেক্ষণ কী বলে?সংস্কার এবং নির্বাচন দুটি এবছর সম্ভব সম্ভব কি না?”“প্রয়োজন কিন্তু দুটোই এবং দুই বছরের মধ্যে হবে বলেই আশা রাখি” -বলেন রুমিন ফারহানা।


তিনি আরও উল্লেখ করেন, "আজ আমি একটি রিপোর্ট দেখছিলাম, এটি বিদেশি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, সরকার এখন 'হানিমুন পিরিয়ড' পেরিয়েছে, এবং এখন তাদের কঠোরভাবে বিচার করা হবে।"
রুমিন ফারহানা বলেন, “একটি সরকারের হাতে যদি পাঁচ বছরের সময় থাকে, তবে সেটা অনেকটা সময় হিসেব করা যায়। কিন্তু যে সরকারের হাতে পাঁচ বছরের চেয়ে কম সময় থাকে, সেখানে পাঁচ মাসও যথেষ্ট হতে পারে না।"

তিনি আরও জানান, "আমরা দেখতে পাচ্ছি, সরকারের কাছে জনগণের কিছু মৌলিক চাওয়া ছিল। তার মধ্যে অন্যতম ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, জনজীবনে স্বস্তি প্রদান এবং জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখা। দুর্ভাগ্যবশত, সরকার এই সব ক্ষেত্রেই বিপর্যস্ত হয়েছে।"
রুমিন ফারহানা বলেন, “ঢাকা শহরে ছিনতাই কমে গিয়েছিল কিছুদিন আগে, তবে আবার পরিস্থিতি বদলেছে। গত কয়েকদিনে গুলশানে এক ব্যক্তি কুপিয়ে টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। এলিফ্যান্ট রোডেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আর মোহাম্মদপুর তো ছিনতাই প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে গেছে।”
তিনি যোগ করেন, "আমরা দেখলাম, সরকার বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি আজ এক সাক্ষাৎকার শুনছিলাম, যেখানে আমাদের অর্থ উপদেষ্টা বলছিলেন, ‘এটা আসলে আগের সরকারের লেগেসি, এবং সিন্ডিকেটের সমস্যা আগের মতোই রয়ে গেছে।’ তিনি জানান, চাঁদা তোলা এবং সিন্ডিকেটের প্রভাব বাড়িয়ে দিয়েছে যা বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।"

“গণতন্ত্রে সরকারের মূল দায়িত্ব হচ্ছে নাগরিকদের স্বস্তি দেওয়া। সরকার যদি দেশের মানুষকে স্বস্তি দিতে পারত, তাহলে নির্বাচনকে কেন্দ্র করে এত চাপ বাড়ত না। গত ছয় মাসে, সরকার সেই কাজটি করতে ব্যর্থ হয়েছে," বলেন রুমিন ফারহানা।
তিনি আরও বলেন, “যদি সরকার ওই সময় জনগণের জন্য স্বস্তির ব্যবস্থা করতে পারত, তাহলে পাঁচই অগাস্টে যে আনন্দ এবং উচ্ছ্বাস জনগণের মধ্যে ছিল, তার ফলস্বরূপ নির্বাচনে চাপ এতটা বাড়ত না।"


সূত্র:https://tinyurl.com/fctzb44j

আফরোজা

আরো পড়ুন  

×