ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার কোন দরকার নাই, এটা এমনিতেই ঘটবে: ফাহাম

প্রকাশিত: ১২:১২, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার কোন দরকার নাই, এটা এমনিতেই ঘটবে: ফাহাম

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিভিন্ন বিষয়ে টকশোতে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশী লেখক ফাহাম আব্দুস সালাম। 

উপস্থাপক তাকে প্রশ্ন করেন রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এই বিরোধ কি নতুন প্রজন্মের সঙ্গে পুরাতন প্রজন্মের বিরোধ নাকি রাজনৈতিক দলের সাথে ক্ষমতার সাথে ক্ষমতার বিরোধ? 

এই প্রশ্নের জবাবে ফাহাম আব্দুস সালাম বলেন, আসলে প্রত্যেকটা বিরোধই আছে। সংস্কার করা আসলেই জরুরি। কিন্তু আমার মনে হচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না বিএনপি সংস্কার করবে। যেহেতু তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে তারা বিএনপির উপর বিশ্বাস করতে পারছে না। তারা মনে করছে এটা আমাকেই করতে হবে। 

তিনি আরও বলেন, বিএনপির পাঁচ বছর থাকবে ওটা আমি মেনে নিচ্ছি। কিন্তু তারা সংস্কারগুলো করবে এই আস্থা আমি রাখতে পারছি না। সংস্কারের ব্যাপারে আমি খুব আশাবাদী না। 

নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের অসংখ্য বড় বড় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সকলেই দ্রুত নির্বাচন চান। বিএনপি যদি একটা শব্দ না বলে আমি মনে করি ইউনুস সাহেব আগামী সাত থেকে আট মাসের মধ্যে নিজে থেকে বলবেন নির্বাচন কর। 

এছাড়াও তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ইনভেস্টমেন্ট আসছে না, বাংলাদেশে এখন রেপিড গ্রোথ প্রয়োজন। কিন্তু এটা যদি না হয় তাহলে বিজনেসম্যানরা সরকারের উপর প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করবে। 

বিএনপির ভুলের কথা তুলে তিনি বলেন,এখানে বিএনপি যে ভুল করছে, বিএনপি বলছে বারে বারে করে নির্বাচন দাও, নির্বাচন দাও। কিন্তু আমার মনে হয় বিএনপি'র এই কথা বলাটা অপ্রয়োজনীয়। নির্বাচনের কথা বলার কোনো প্রয়োজনীয়তা নাই এটা এমনিতেই ঘটবে। 

সবশেষ তিনি বলেন, তবে বিএনপি যেটা করা উচিত, তারা ক্ষমতায় গেলে কি করবে এটা নিয়ে তাদের অবশ্যই ভোটারদের কাছে যাওয়া উচিত। অথচ তারা এটা না করে তারা রিএকশনে যাচ্ছে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=LQy9IvJaG1g

শিলা ইসলাম

×