
ছবি: সংগৃহীত
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিভিন্ন বিষয়ে টকশোতে কথা বলেন বাংলাদেশী লেখক ফাহাম আব্দুস সালাম।
বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় বর্তমান ছাত্র নেতাদের প্রসঙ্গ উঠে আসে।
সেখানে ছাত্র নেতাদের কথা বলতে গিয়ে তিনি বলেন, আসলে দেখেন সাধারণভাবে বলতে গেলে ভুলের সমালোচনা ছাত্রদের নিয়ে করা যায় না। ২৭/২৮ বছর ছেলেরা তিন মাস আগে তারা বেকার ছিল।
দেশ গড়ার কথা তুলে তিনি বলেন, ৫ ই আগস্টের পর তারা যা করছিল সেটা হল তারা ভাঙছিল। কিন্তু এখন যেটা তাদের গড়তে হবে। ভাঙার এবং গড়ার প্রতিভা সম্পূর্ণ ভিন্ন জিনিস।
শেষে তিনি বলেন, তো সেই দিক থেকে আমি আশাও করি না ছাত্ররা এখানে সফল হবে। কেননা এখন তাদের শিখতে হবে, এই কাজগুলো সহজ কাজ না। তারা শিখছে বা তারা পারে নাই এই বিষয়ে সমালোচনা করা আমি মনে করি ঠিক না।
শিলা ইসলাম