ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

পাঁচমাসে সরকার প্রতিটা ক্ষেত্রেই করুণভাবে ফেল করেছে :রুমিন ফারহানা

প্রকাশিত: ১১:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

পাঁচমাসে সরকার প্রতিটা ক্ষেত্রেই করুণভাবে ফেল করেছে :রুমিন ফারহানা

দেশের বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে এক টকশোতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, “সরকারের পাঁচ মাসের সময়সীমায় তারা প্রতিটি ক্ষেত্রে করুণভাবে ফেল করেছে।” তাঁর দাবি, সরকারের কাছে দেশের জনগণের কিছু প্রাথমিক চাওয়া ছিল, যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা, নিরাপত্তা বজায় রাখা, বাজারে স্বস্তি রাখা এবং মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনা। তবে, রুমিন ফারহানা এসব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।

রুমিন বলেন, "যতটুকু আমরা দেখতে পাচ্ছি, সরকার এই প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা এখন তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে গুলশানে এক নারীর উপর হামলা হয়েছে, তার আগে এলিফ্যান্ট রোড এবং মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরকে তো এখন ছিনতাই প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।"

তিনি আরও জানান, "এটা তো শুধু নিরাপত্তা পরিস্থিতি নয়, সরকার বাজারের দামও নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ আমি এক সাক্ষাৎকার শুনলাম যেখানে আমাদের অর্থ উপদেষ্টা বলছেন, এই সমস্যা মূলত পূর্ববর্তী সরকারের লেগেসি, যা তারা এখন বহন করছে। সিন্ডিকেট আগের মতোই সক্রিয় এবং নতুন কিছু ব্যক্তি এতে যুক্ত হয়েছেন। এই সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আসছে না।"

রুমিন ফারহানা বলেন, "সরকার যখন নাগরিকদের করের টাকা দিয়ে পরিচালিত হয়, তখন তাদের দায়িত্ব হচ্ছে জনগণের জন্য কিছুটা স্বস্তি আনতে। কিন্তু গত ছয় মাসে এই সরকার তা করতে পারেনি।"

এছাড়া, রুমিন ফারহানা আরও বলেন ,যে সরকারের হাতে পাঁচ বছর সময় থাকে তার জন্য আপনি পাঁচ মাস মনে করতে পারেন, ঠিকআছে। যে সরকারের হাতে সময়ে পাঁচ বছরের কম,তার জন্যপাঁচ মাস পাঁচ মাস কি তাহলে যথেষ্ট সময় নয়?

বিদেশি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের ভিত্তিতে রুমিন বলেন, "এই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে।" তিনি আরও বলেন, "সরকার যদি মানুষের জন্য স্বস্তি দিতে পারত, তাহলে ৫ই আগস্টের নির্বাচন থেকে জনগণের মধ্যে যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তা হয়তো সরকারের প্রতি আরও ইতিবাচক মনোভাব তৈরি করতে পারত।"

সূত্র:https://tinyurl.com/fctzb44j  

 

আফরোজা

×