ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বিক্রি হবে প্রেস সচিবের বারবেরি মাফলার, আ. লীগ সমর্থকদের জন্য দাম ৮৬,৬০০ ডলার

প্রকাশিত: ১১:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিক্রি হবে প্রেস সচিবের বারবেরি মাফলার, আ. লীগ সমর্থকদের জন্য দাম ৮৬,৬০০ ডলার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের মাফলার নিয়ে নিউজ হয়েছিলো কয়েকদিন আগে। আওয়ামী লীগের একজন কর্মী সেই মাফলারের দাম ৮৬,৬০০ টাকা বলেছিলো যা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) শফিকুল আলম তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আলোচিত ও বিতর্কিত সেই বারবেরি মাফলার'টি বিক্রি করা হবে। যার আসল দাম ৮৬,৬০০ টাকা। কোনো সহৃদয় ব্যক্তি এই মাফলার কিনতে চাইলে অভয়ারণ্য - বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সমপরিমাণ অর্থ দিয়ে দিন। অভয়ারণ্য প্রাণীকল্যাণে কাজ করা আমার প্রিয় একটি সংগঠন।     

তবে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের জন্য মাফলারটির বিশেষ মূল্য মাত্র ৮৬,৬০০ ডলার। চিন্তার কিছু নেই, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। 

 

রিফাত

×