ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি ঢাকায়, নতুন বিনিয়োগের আশ্বাস!

প্রকাশিত: ১০:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি ঢাকায়, নতুন বিনিয়োগের আশ্বাস!

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করার নানা প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। মিথ্যাচার ও অপপ্রচারের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের স্থিতিশীলতার বার্তা নিয়ে এবার ঢাকায় সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক প্রতিনিধি।

বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসার অংশীদার ও বিলিয়নিয়ার জেন্ট্রি বিচ। তিনি সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন এবং তার এই সফর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

কয়েক মাসের ব্যবধানেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এসেছে পরিবর্তন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। অন্যদিকে জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টিকে পরাজিত করে বিশাল এক জয় তুলে নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প।

 বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তন আসায় ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ সফরে এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক, সহযোগী এবং বিলিয়নিয়ার জেন্ট্রি।

বৃহস্পতিবার মার্কিন অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন।প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দুই নেতার এই বৈঠকের তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছার কথা তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান ও হাই গ্রাউন্ড হোল্ডিংসের সিইও জেন্ট্রি জানান, এরই মধ্যে তার কোম্পানী বাংলাদেশ এর বেশ কিছু সম্পদ রয়েছে। পাশাপাশি জ্বালানি, আর্থিক সহ অন্যান্য বহু খাতে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এই ব্যবসায়ী জানান, তার নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ স্থিতিশীলতা ফিরে এসেছে ৷ আর তাই বাংলাদেশ এখন আরও বিনিয়োগের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন মার্কিন প্রতিনিধি বাংলাদেশের রিয়েল এস্টেট অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতগুলোতে তাঁর কোম্পানি বিনিয়োগে আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

জটিল এই সময়ে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের জন্য জেন্ট্রি বীচকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এখন ইতিহাসের নতুন অধ্যায় শুরু করেছে। সিইও জেন্ট্রির  সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন এর সাথে।ব্যবসা পরিচালনা করেন তিনি। ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম সমর্থক জেন্ট্রি। তাঁর নির্বাচনী ক্যাম্পেইন এ অর্থ দেওয়া সহ সাথেও থেকেছেন।

ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ ও প্রধান উপদেষ্টার সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে ব্যাপক তোলপাড় করেছে। ভারতীয় গণমাধ্যমগুলো। অপপ্রচার আর বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছে বহুবার। তবে ট্রাম্প প্রশাসনের একের পর এক বার্তা বাংলাদেশের সাথে সুসম্পর্কই তুলে ধরছে। 

বিদেশি সহায়তা স্থগিতের মধ্যেও চাপমুক্ত রাখতে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য সহায়তা বন্ধ না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের সাথে।সবচেয়ে বড় এলএনজি চুক্তি করেছে ঢাকা। এর মধ্যেই ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ এই প্রতিনিধি ঢাকা সফর ও বিনিয়োগের ঘোষণা ভারতের সব মিথ্যাচার ও পরিকল্পনার বিষয়টি স্পষ্ট করে দিয়েছে।

সূত্র:https://tinyurl.com/yses6d6a  

 

আফরোজা

×