ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের অন্যতম কৌশলবিদ ও রাজনৈতিক চিন্তক উল্লেখ করে মাহফুজ আলমের জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মাহফুজকে "সহযোদ্ধা ও গুরু" আখ্যা দিয়ে তার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দূরদর্শিতার প্রশংসা করেন।
নাহিদ লেখেন, "মাহফুজ ভাই শুধু স্বপ্ন দেখেন না, তিনি অন্যদেরও স্বপ্ন দেখানোর সাহস জোগান। তার মধ্যে এমন এক অটল বিপ্লবী মনোভাব রয়েছে, যা কখনো পরাজিত হয়নি। যেমন সিসিফাস পাহাড়ে পাথর ঠেলে নিয়ে ওঠে, তেমনই তিনি অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, দৃঢ় সংকল্পে সামনে এগিয়ে যাচ্ছেন।"
তিনি আরও উল্লেখ করেন যে, মাহফুজ আলম সমস্ত প্রতিবন্ধকতা দূর করে জাতির জন্য নতুন পথ তৈরি করছেন। তাকে সময়ের অন্যতম সেরা রাজনৈতিক চিন্তক ও দূরদর্শী নেতা হিসেবেও অভিহিত করেন তিনি।
রাষ্ট্রনীতি বিষয়ে মাহফুজের চিন্তাধারা গভীর এবং তিনি ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তার ভাষায়, "মাহফুজ আলম এক অবিশ্বাস্যভাবে বুদ্ধিমত্তা, ভবিষ্যৎদৃষ্টি এবং নেতৃত্বের অদ্বিতীয় মিশ্রণ—তিনি পুনর্নবীকরণ এবং পুনর্জাগরণের অগ্নিপথের পথপ্রদর্শক।"
এম.কে.