ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কেন প্রকাশ্যে আসেনি সারজিসের স্ত্রীর ছবি? যা জানা গেল

প্রকাশিত: ০৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

কেন প্রকাশ্যে আসেনি সারজিসের স্ত্রীর ছবি? যা জানা গেল

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সম্প্রতি বিয়ে করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি তার নতুন জীবনে পদার্পণ করায় তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ক্রীড়া উপদেষ্টা, যেখানে বিয়ের সাজে সজ্জিত সারজিস আলমের সঙ্গে উপস্থিত আছেন তিনি নিজে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম এবং হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেক অতিথি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "নবজীবনে পদার্পণ উপলক্ষে সারজিস ভাইকে অভিনন্দন। বিবাহিত জীবন সুখময় হোক।"

এছাড়া, সারজিস আলমের স্ত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে, কারণ তিনি একজন কুরআনের হাফেজা এবং সর্বদা পর্দা করেন। তার পরিবারের সদস্যরা তার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন।

সারজিস আলমের শ্বশুর একজন ব্যারিস্টার এবং তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। বর্তমানে তিনি তার স্ত্রী, মেয়ে এবং দুই ছেলে নিয়ে রাজধানীর বাসাবোর শাহজাহানপুর এলাকায় বসবাস করছেন।

নুসরাত

×