ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ!

প্রকাশিত: ১৭:৫৬, ২৯ জানুয়ারি ২০২৫

সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ!

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যা এবং সীমান্তে গুলি চালানো বন্ধে ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, "ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি চালানো এবং সীমান্ত হত্যা বন্ধ করার বিষয়ে এই বৈঠকে কার্যকর আলোচনা হবে।"

এছাড়াও, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লীতে অনুষ্ঠিত সম্মেলনে ভারতের গণমাধ্যমে প্রচারিত অপপ্রচার বন্ধ করার বিষয়েও আলোচনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়টি বিজিবি-বিএসএফ বৈঠকে আলোচনা করা হবে।"

সূত্র: https://www.youtube.com/watch?v=3WVKUiN2VXQ

আশিক

×