ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

এবার কঠোর কর্মসূচিতে যাচ্ছে ইবতেদায়ী শিক্ষকরা

প্রকাশিত: ১২:৩৩, ২৮ জানুয়ারি ২০২৫

এবার কঠোর কর্মসূচিতে যাচ্ছে ইবতেদায়ী শিক্ষকরা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা না আজ দুপুর ২টার মধ্যে না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গত সোমবার থেকে শাহবাগে শিক্ষকদের একটি দল অবস্থান কর্মসূচি পালন করছে। 

মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন বলেন, "জাতীয়করণের ঘোষণা না দিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। আজ ২৮ জানুয়ারি দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে শাহবাগ থানার ঘেরাও এবং পরে সচিবালয় ঘেরাও করা হবে।"

এর আগে রোববার শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জও করা হয়। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হন।

পুলিশি হামলার বিষয়ে অধ্যাপক রুহুল আমিন বলেন, "পুলিশের এই হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা জানি না কেন শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হল। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে দ্রুত ব্যাখ্যা দিতে হবে।"

এদিকে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আরও বলা হয়, তারা জাতীয়করণের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন ।

আশিক

সম্পর্কিত বিষয়:

×