ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

বিচারপতি মানিকের মৃত্যুর গুজব

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫৩, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫৬, ২৭ জানুয়ারি ২০২৫

বিচারপতি মানিকের মৃত্যুর গুজব

শামসুদ্দিন চৌধুরী মানিক

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। 

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ  বলেন, ‘সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন তিনি।’

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

এম হাসান

×