হাসনাত আব্দুল্লাহ
সম্প্রতি এক আলোচনা সভায় জনগণের প্রতি পুলিশের দায়িত্বের কথা বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ ও জনতা ভাই ভাই।
তিনি বলেন, পুলিশ ও জনতা ভাই ভাই। এই দেশটা নষ্ট হয়ে গেলে আমাদেরকে ভোগ করতে হবে। তাই এই দেশকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা জনগণের সেবা করার যেই ব্রত নিয়ে এসেছেন সেই সেবাটা করুন।
এসময় হাসনাত বলেন, এদেশে একজন আসবে একজন যাবে। কিন্তু আপানারা থেকে যাবেন। তাই কোন রাজনৈতিক দলের মুখী না হয়ে জনগণমুখী হন।
সূত্র: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FAHkbCqhsYfo%3Fsi%3D4PRwT4NW3n2dmTQD%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAAR1Ey9ziXKiu8w_bPfbzkaGFGk96ZuAlQ1V_YuCInAToObNyb3HKP33WsEQ_aem_oN3QxqYLwHnji0TvZRRQ6g&h=AT2IIEuItDKRE3qEMhcO4Ra2TYtvAzDnp13g1IohriastG2S6hsHzG-nCi0nMndeatSv9BybC0tsu178lzWTpLinnR8qdwO1-omSsoS5geX-HdPGP2u9z_5Ov3wRV0bTrn3aDQ
ইসরাত