ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

হাসনাতরা এখনো ট্রেডিশনাল রাজনীতির ভন্ডামি রপ্ত করতে পারে নাই

প্রকাশিত: ১৫:৫০, ২৭ জানুয়ারি ২০২৫

হাসনাতরা এখনো ট্রেডিশনাল রাজনীতির ভন্ডামি রপ্ত করতে পারে নাই

ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আলোচক মোহাম্মদ রাফিউজ্জামান। ছবি: সংগৃহীত

ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আলোচক মোহাম্মদ রাফিউজ্জামান সোমবার এক ফেসবুকে হাসনাত আবদুল্লাহকে সমর্থন করে একটি পোস্ট দেন।
 তিনি লেখেন, "হাসনাতরা এখনো ট্রেডিশনাল রাজনীতির ভন্ডামি রপ্ত করতে পারে নাই," 
এই পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহর অফিসে তার সাম্প্রতিক একটি সফরের অভিজ্ঞতা শেয়ার করা একজনের অন্য একটি পোস্ট শেয়ার করেন নিজের টাইমলাইনে।

উক্ত পোস্টে উল্লেখ আছে, গাজীপুর থেকে আসা তরুণদের সঙ্গে হাসনাতের সান্নিধ্যে গিয়ে দেখেন, তাঁরা তীব্র দাবি নিয়ে আসলেও হাসনাত শান্তভাবে তাদের ব্রিফ করছেন। তীব্র ও জটিল বিষয়গুলো হাসিমুখে সমাধান করতে সক্ষম হচ্ছেন হাসনাত। এমনকি নিজের কাজ শেষ করার পরও তিনি আরও অনেকের সমস্যার সমাধান করছেন। পোস্টটি বর্ণনা করে, হাসনাতের কাজের প্রতি তার অঙ্গীকার, বিনয় এবং হাস্যরসের মাধ্যমে জটিল পরিস্থিতি মোকাবেলা করার দক্ষতা।

নাহিদা

×