ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

যেকারণে শিক্ষার্থীদের উদ্যানে বসার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত: ১৪:৩২, ২৭ জানুয়ারি ২০২৫

যেকারণে শিক্ষার্থীদের উদ্যানে বসার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সড়কে আন্দোলন না করে মাঠে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান।

সড়ক বন্ধ করে আন্দোলন জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, "রাস্তায় এমন সমাবেশ করলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। আন্দোলন বা দাবি দাওয়া সংক্রান্ত কর্মসূচি মাঠে বা সোহরাওয়ার্দী উদ্যানে পালন করলে ভালো হয়।"

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরে সমাধান খোঁজার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "পুলিশ পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে। আশা করছি, শিগগিরই এই সমস্যার সমাধান হবে।"

আশিক

×