ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে এক দফা দাবিতে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা। পুলিশের লাঠিপেটার পর এদিন শিক্ষকদের উপস্থিতি আরও বেড়েছে।
অবস্থান কর্মসূচি থেকে ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’, ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও নিতে হবে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, শিক্ষকদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান বলেন, গতকাল (রোববার) আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছেন, আজ (সোমবার) আমাদের বিষয় নিয়ে মিটিংয়ে বসবেন। শিক্ষকরা রাজপথ ছাড়েনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা আজকের সভায় কী সিদ্ধান্ত নেন, তার আলোকে আমরাও আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবো।
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ দাবিতে টানা আন্দোলন করে আসছেন শিক্ষকরা। অষ্টম দিনে রোববার দুপুরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা শুরু করেন।
তবে পুলিশ তাদের ওপর লাঠিপেটা, জলকামান ও কাঁদানেগ্যস নিক্ষেপ করে। এতে সাময়িক ছত্রভঙ্গ হলেও শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যান। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের কর্মকর্তারা। সেখান থেকে আজকে সভা করে সিদ্ধান্ত জানাবো হবে বলে প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা।
নুসরাত