ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকা নিয়ে মুখ খুললেন সারজিস

প্রকাশিত: ১৩:২২, ২৭ জানুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকা নিয়ে মুখ খুললেন সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হিসেবে তাকে বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রাজনীতিতে অংশ নিতে হয়েছিল।

গতকাল পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত "কনসার্ট ফর ইয়ুথ"-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় পঞ্চগড় ও ঢাকার কয়েকজন ছাত্রনেতার সাথে দাঁড়িয়ে সারজিস বলেন, "আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ছিলাম। আমাদের হলের সময়কালে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হতে হয়েছে।"

আওয়ামী লীগ ও ভুল তথ্য প্রচার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, "গুজব লীগ (আওয়ামী লীগ) মিথ্যা প্রচার চালিয়ে যাবে। কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা জনগণের মুখোমুখি হতে পারছে না। এখন তারা কাঁটাতারের ওপার থেকে আদেশে অপপ্রচার চালাচ্ছে। আমরা আর তাদের তত্ত্বাবধায়ক (শেখ হাসিনা) বা তার সন্তানদের বাংলাদেশে সহ্য করব না।"

নাহিদা

×