বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বৈঠকে বসেছেন।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এই দুই রাজনৈতিক শীর্ষ নেতার বৈঠক শুরু হয়।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম উপস্থিত রয়েছেন।
ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই দুই রাজনৈতিক নেতার মধ্যে আলোচনা হবে। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বার্তা দিতে যাচ্ছে।
ফুয়াদ