ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ভাত দেবার মুরোদ নাই, কিল দেবার গোসাঁই; কার উদ্দেশ্যে বললেন আহমাদুল্লাহ

প্রকাশিত: ১২:৩১, ২৭ জানুয়ারি ২০২৫

ভাত দেবার মুরোদ নাই, কিল দেবার গোসাঁই; কার উদ্দেশ্যে বললেন আহমাদুল্লাহ

ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আন্দোলনে পুলিশ লাঠিপেটা করেছে। রোববার দুপুরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’ তাদের ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়।

ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহও পুলিশের হামলার সমালোচনা করেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন।

তিনি তার পোস্টে বলেন, “ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাঁই।” তিনি অভিযোগ করেন, গত ৪০ বছর ধরে সরকারের তরফ থেকে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা শোষিত হচ্ছেন, তাদের সিলেবাস, নীতিমালা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যথাযথ বেতন দেওয়া হয়নি। তিনি আশা করেন, সরকার তাদের প্রতি সুবিচার করবে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২০১৩ সালে সরকারিকরণ পেয়ে উচ্চ বেতন ও সুবিধা পেয়েছেন, তবে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এখনও ন্যূনতম বেতন পাচ্ছেন না, যা বড় বৈষম্যের সৃষ্টি করেছে।

নাহিদা

×