ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ভারতের গণমাধ্যমকে জড়িয়ে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করার ভুয়া দাবি

প্রকাশিত: ১১:৫৯, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:০০, ২৭ জানুয়ারি ২০২৫

ভারতের গণমাধ্যমকে জড়িয়ে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করার ভুয়া দাবি

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে যে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর সূত্র উল্লেখ করে বলা হয়েছে, ইন্টারপোল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি ভুয়া এবং হিন্দুস্তান টাইমস এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়া, ইন্টারপোল কাউকে সরাসরি গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না। এটি সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং অপরাধীদের শনাক্তকরণে সহায়তা করার জন্য কাজ করে।

হিন্দুস্তান টাইমসের বাংলা ও ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। এতে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে বলে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। সর্বশেষ, হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণে ২৬ জানুয়ারি আওয়ামী লীগকে নিয়ে এবং ইংরেজি সংস্করণে ২১ জানুয়ারি শেখ হাসিনার আমলে গোপন আটক কেন্দ্রের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে, এগুলোর কোনোটিতেই দাবিটির সত্যতা মেলেনি।

ইন্টারপোল অপরাধীদের শনাক্ত করতে রেড নোটিশ জারি করে, যা একটি আন্তর্জাতিক সতর্কবার্তা। এটি কোনো দেশকে অন্য দেশে পলাতক অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করে। তবে, এটি বাধ্যতামূলক নয় এবং ইন্টারপোল নিজে কাউকে গ্রেপ্তার করতে পারে না।

গত ২১ জানুয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

‘হিন্দুস্তান টাইমস’-এর সূত্রে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে বলে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা।

তথ্যসূত্র: রিউমার স্ক্যানার

নাহিদা

×